করোনাভাইরাসে আক্রান্ত দিবালা
ইউভেন্তুসের আর্জেন্টাইন ফুটবলার পাওলো দিবালা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
একই সঙ্গে তার বান্ধবী ওরিয়ানাও কভিড-১৯ টেস্টে পজিটিভ এসেছেন বলে নিজেই শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন এই ফরোয়ার্ড।
“আমি আপনাদের জানাতে চাই যে আমি ও ওরিয়ানা দুজনেই কভিড-১৯ টেস্টে পজিটিভ রিপোর্ট পেয়েছি। সৌভাগ্যবশত আমরা ভালো অবস্থায় আছি। আপনাদের বার্তার জন্য ধন্যবাদ।”
এর আগে ইউভেন্তুসের আরও দুজন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হন, ব্লেইস মাতুইদি ও দানিয়েলে রুগানি।
ইউভেন্তুসের প্রথম খেলোয়াড় হিসেবে রুগানি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকেই দলটির সব খেলোয়াড় অন্যদের থেকে নিজেদের আলাদা করে রেখেছেন। এখনও তারা সেল্ফ আইসোলেশনে থাকবেন বলে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইতালিয়ান লিগ সেরি আর আরেক ঐতিহ্যবাহী ক্লাব এসি মিলানের টেকনিক্যাল ডিরেক্টর ও সাবেক তারকা ডিফেন্ডার পাওলো মালদিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার ছেলে ও দলটির যুব দলের ফরোয়ার্ড দানিয়েলও কভিড-১৯ টেস্টে পজিটিভ বলে একই বিবৃতিতে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।