January 20, 2025
আঞ্চলিককরোনাবিজ্ঞপ্তিলেটেস্ট

করোনাভাইরাসের দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী বদ্ধপরিকর : শেখ হারুন

দ. প্রতিবেদক
দেশে চলমান করোনা ভাইরাসের এই ভয়াবহ দুর্যোগ মোকাবেলায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর মানুষ এ কথা উল্লেখ করে খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব শেখ হারুনুর রশিদ বলেন,করোনা ভাইরাস মোবাবেলায় সকলকে ভয়কে জয়করে সতর্ক থাকতে হবে। শেখ হাসিনার সরকার সারা দেশে দরিদ্র শ্রমজীবি মানুষের মাঝে পর্যাপ্ত পরিমানে খাদ্য সহায়তা অব্যহত রেখেছেন, যাতে করে কোন মানুষ এ দুর্যোগে খাদ্য অভাবে না থাকেন। প্রতিটি মানুষের দোরগড়ায় খাদ্য সহায়তা পৌছিয়ে দেওয়া হবে। তিনি বলেন সকলে যদি সতর্ক থাকেন তাহলে মহান সৃষ্টিকর্তা আমাদের সকলকে এ করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করবেন। সকলের মাঝে জনসচেতনতা বাড়াতে মাঠ পর্যায়ে সরকারী কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা কাজ করে চলেছেন।
তিনি বৃহম্পতিবার দুপুরে বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা, কাতিয়ানাংলা বাজার, বিকালে দাকোপ উপজেলার পানখালী ফেরী ঘাট, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এবং ২নং দাকোপ ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার অসহায়, শ্রমজীবি মানুষের মাঝে নিজ ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা বিতরণ এবং দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেনের নিজ ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা ও দাকোপ ইউনিয়নে সরকারী খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এর পূর্বে জাতীয় সংসদের সংরক্ষিত ৩০ আসনের সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা তিনি দুপুনে উপজেলার পানখালী ও তিলডাঙ্গা ইউনিয়নে এলাকার অসহায় মানুষের মাঝে সরকারী ভাবে খাদ্য সহায়তা বিতরণ করেন।
এসময় দুইটি পৃথক খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বিশেস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ ষিত আসনের সংসদ সদস্য এ্যাডঃ গ্লোরিয়া সরকার ঝর্ণা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বিএমএ আব্দুস ছালাম, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফাত হোসেন বিশ্বাস বাচ্চু,জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল,দাকোপ উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন, জেলা আওয়ামী লীগনেতা এ্যাডঃ নব কুমার চক্রবর্ত্তী, এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, এ্যাডঃ অসীম কুমার বৈদ্য, ইউপি চেয়ারম্যান রনজিত কুমার মন্ডল, ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, ইউপি চেয়ারম্যান পঞ্চানন মন্ডল, এ্যাডঃ শাহ আলম, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, চালনা পৌর আ’লীগের সভাপতি শেখ শফিকুল ইসলাম আক্কেল, আব্দুল্লাহ খান গেদু, পাপিয়া সরোয়ার, জেলা যুবলীগ নেতা জামিল খান, এস এম ফরিদ রানা, অধ্যাপক লিপিকা বৈরাগী, জেলা পরিষদ সদস্য কে এস কবীর হোসেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন বিধান চন্দ্র রায়, দ্বিপ পান্ডে বিশ্ব শিপন ভূইয়া, দেবাশিষ রায়, নেতা রতন কুমার মন্ডল, জাহিদুর রহমান মিল্টন, আরাফাত আজাদ, তানভীর রহমান আকাশ, চিশতী নাজমুল বাশার, ফয়সাল শরীফ, মিল্টন মন্ডল, আকাশ রায়, মৃনাল কান্তি হালদার, মাসুম হাওলাদার,পল্লব রায় প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *