করোনাভাইরাসঃ স্থগিত হয়ে গেল উইম্বলডনও
প্রাণঘাতী করোনাভাইরাসের আঘাতে একে একে স্থগিত হয়ে যাওয়া ক্রীড়া আসরের মিছিলে এবার যোগ হলো টেনিসের গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে প্রতিযোগিতাটি।
বুধবার এক বিবৃতিতে এই গ্র্যান্ড স্ল্যাম স্থগিত করে কর্তৃপক্ষ। ভেস্তে গেছে পুরো গ্রাস-কোর্টের টেনিস মৌসুম। আগামী ১৩ জুলাইয়ের আগে পেশাদার কোনো টেনিস টুর্নামেন্ট হবে না বলেও জানানো হয়েছে।
দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর প্রথমবারের মত টুর্নামেন্টটি বাতিল হলো। আগামী ২৯ জুন শুরু হয়ে ১২ জুলাই পর্যন্ত চলার কথা ছিল এটি।
কদিন আগেই ১২ মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও টোকিও অলিম্পিক। এবারের গ্রীষ্মের আরেকটি বড় টুর্নামেন্ট উইম্বলডনও বাতিল হলো কভিড-১৯ রোগের প্রাদুর্ভাবের কারণে।
মে মাসে শুরু হওয়ার কথা থাকা আরেক গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেন আগেই পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচিতে আগামী ২০ সেপ্টেম্বর শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে ৪ অক্টোবর পর্যন্ত।