করোনভাইরাস: ভারতে একদিনে ১২০৯ মৃত্যু
বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া নতুন করোনাভাইরাসে ভারতে একদিনেই এক হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
এ নিয়ে কোভিড-১৯ দেশটির ৭৬ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিল।
শনাক্ত রোগীর সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে থাকা ভারতে বৃহস্পতিবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৬ হাজার ৫৫১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ৯৫ হাজার ৭৩৫।
আনন্দবাজার জানিয়েছে, ভারতে গত প্রায় এক মাস ধরে প্রতিদিনই বিশ্বের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে। দৈনিক শনাক্তের ক্ষেত্রেও দেশটি প্রায় প্রতিদিনই আগের দিনের রেকর্ড টপকাচ্ছে। এ হারে চলতে থাকলে অল্প কয়েকদিনের ভেতরেই ভারতে একদিনে লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের।
শনাক্ত রোগীর সংখ্যায় সবার উপরে থাকা যুক্তরাষ্ট্রে এখন প্রতিদিন রোগী মিলছে ভারতের এক তৃতীয়াংশ। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলেও শনাক্ত রোগী কমছে।
শুক্রবার সকাল পর্যন্ত ভারতে ৪৫ লাখ ৬২ হাজার ৪১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। দেশটিতে সরকারি হিসাবে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে মহারাষ্ট্রে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটি ভারতের মধ্যে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মৃত্যুও দেখেছে।
অন্ধ্র প্রদেশ, কর্ণাটক, উত্তর প্রদেশ ও দিল্লিতে সংক্রমণের ঊর্ধ্বগতি কর্মকর্তাদের কপালে ভাঁজ ফেলছে বলে জানিয়েছে আনন্দবাজার।
তেলঙ্গানা, আসাম, উড়িষ্যা, কেরালা, হরিয়ানা, পাঞ্জাব, ঝাড়খণ্ড, ছত্তীশগড়েও শনাক্ত রোগীর উল্লম্ফন দেখা যাচ্ছে।
করোনাভাইরাস এখন পর্যন্ত মহারাষ্ট্রের ২৮ হাজার ২৮২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। তামিল নাডুতে মৃত্যু ছাড়িয়েছে ৮ হাজার; কর্ণাটক ও দিল্লিতে মৃতের সংখ্যা যথাক্রমে ৬ হাজার ৯৩৭ ও ৪ হাজার ৬৬৬।
কর্মকর্তারা বলছেন, সংক্রমণের ঊর্ধ্বগতি আর মৃত্যু সংখ্যার মধ্যেও আশার আলো কোভিড-১৯ রোগীদের সুস্থ হয়ে ওঠার হার।
শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে ৩৫ লাখ ৪২ হাজার ৬৬৩ জন করোনাভাইরাসের কবল থেকে মুক্ত হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
নতুন ৩ হাজার ১১২ জন নিয়ে পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯৩ হাজার ১৭৫। এদের মধ্যে এক লাখ ৬৬ হাজার ২৭জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২৪ ঘণ্টায় ৪১ মৃত্যু নিয়ে রাজ্যটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যাও পৌঁছেছে ৩ হাজার ৭৭১ জনে।