করোনায় আক্রান্ত নায়ক ফারুক
জনপ্রিয় অভিনেতা ও আওয়ামী লীগের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছ্নে। তাকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফারুকের ভাতিজি আসমা পাঠান রূম্পা এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (১৬ নভেম্বর) রাতে অভিনেতা ফারুকের করোনা পজিটিভি আসলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।
১৯৭১ সালে জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ফারুকের চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি লাঠিয়াল, সুজন সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে, মিয়া ভাই-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন