করোনাভাইরাসে আক্রান্ত স্বাস্থ্য শিক্ষা সচিব
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো.আলী নূর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন
রোববার দুপুরে তিনি নিজে এই তথ্য জানিয়েছেন।
আলী নূর বলেন, “গত ৭-৮দিন আগে আমার নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আমি এখন বাসাতেই আছি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আমি বাসাতেই চিকিৎসা নিচ্ছি। তেমন জটিলতা নেই।“তবে চিকিৎসরা বলেছেন, লাংসে (ফুসফুসে ) একটা শ্যাডো আছে, তাতে ভয়ের কিছু নেই।”
এর আগে তার স্ত্রী, কন্যা ও জামাতাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বলে তিনি জানান।
“আমার মিসেস গত ২৫ মে ঈদের দিন আমার স্ত্রী, কন্যা, জামাতা ও নাতিও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মেয়ে, নাতি ও জামাতা ইতোমধ্যে সেরে উঠেছেন।
“আমার স্ত্রীকে ঢাকা মেডিকেলে ভর্তি করাতে হয়েছিল। তবে তাকে এখন বাসায় এনে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৮৬ ব্যাচের মো. আলী নূর পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত আছেন।
এর আগে তিনি জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। জীবন বীমার আগে মো. আলী নূর সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।