কমিউনিটি ব্যাংকের খুলনা শাখার উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, কেক কাটা, ভার্চুয়াল নাম ফলক উন্মোচন ও মোনাজাতের মধ্য দিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৃহস্পতিবার কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, খুলনা শাখার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে খুলনা প্রান্তে যুক্ত ছিলেন ছিলেন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন (বিপিএম-বার), পিটিসি খুলনার কমান্ড্যান্ট মোঃ আব্দুল কুদ্দুছ আমিন, ট্যুরিস্ট পুলিশের অতিঃ ডিআইজি মোঃ মাহাবুব হাকিম, অতিঃ রেঞ্জ ডিআইজি (এএন্ডএফ) মোঃ হাবিবুর রহমান (বিপিএম), অতিঃ ডিআইজি (অপস্ এন্ড ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম (বিপিএম), অতিঃ পুলিশ কমিশনার (এএন্ডও) কেএমপি সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, র্যাব-৬’র অধিনায়ক লে. কর্নেল রওশনুল ফিরোজ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার মোল্লা জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) রিয়াজ উদ্দিন আহম্মেদ (পিপিএম), ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এমএম শাকিলুজ্জামান, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, খুলনা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ রোকনুজ্জামানসহ কেএমপি’র বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিঃ এর কর্মকর্তাবৃন্দ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ