November 23, 2024
আঞ্চলিক

কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে কেএমপি’র প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি

গতকাল সোমবার বেলা ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সম্মেলন কক্ষে পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির, পিপিএম এঁর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, কমিউনিটি পুলিশিং এর কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে আগামী ২৬ অক্টোবর কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ উদযাপন করা হবে। কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে সর্বস্তরের জনগণকে নিয়ে নগরীর শিববাড়ি মোড় হতে এক বর্ণাঢ্য র‌্যালি, র‌্যালি পরবর্তী শহীদ হাদিস পার্কে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বয়রাস্থ পুলিশ লাইন্স এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল­া জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ সাইফুল হক, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি, এম, নুরুজ্জামান, পিপিএম-সহ কেএমপি’র সকল অতিঃ উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও অফিসার ইনচার্জগণ এবং খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি ডাঃ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ সৈয়দ আলীসহ মহানগর, থানা ও ওয়ার্ড কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।

 

 

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *