January 19, 2025
আঞ্চলিকখেলাধুলাজাতীয়লেটেস্টশীর্ষ সংবাদ

কমলা-কালো জার্সিতে উজ্জ্বল জেমকন খুলনা

ক্রীড়া ডেস্ক
করোনায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে জেমকন খুলনা তাদের জার্সি উন্মোচন করেছে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, ইমরুল, এনামুল, শফিউলদের নিয়ে দুর্দান্ত দল গড়েছে জেমকন খুলনা। মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরু করবে খুলনা।
গতকাল শনিবার ঢাকায় জার্সি উন্মোচন করেন জেমকন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইনাম আহমেদ ও অধিনায়ক মাহমুদউল্লাহ। দলের চার খেলোয়াড় ইমরুল কায়েস, শফিউল ইসলাম, আল আমিন হোসেন ও এনামুল হক বিজয় উজ্জ্বল কমলা-কালো রংয়ের জার্সি গায়ে তোলেন এই অনুষ্ঠানেই।
জেমকন স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক টুর্নামেন্টে ভালো করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জেমকন খুলনার জার্সি উন্মোচন করা হলো। আমাদের সকল সমর্থকদের কাছ থেকে প্রত্যাশা করছি, আপনারা আমাদের দলকে সমর্থন করবেন। আমরা আশা করি সাফল্য নিয়ে আসতে পারবো।’
শনিবার সকালে জেমকন খুলনা পুরো দল নিয়ে অনুশীলন করেছে। কোচ মিজানুর রহমান বাবুলের তত্ত্বাবধানে সাকিব-মাহমুদউল্লাহরা ব্যাটিং-বোলিংয়ে নিজেদের এক প্রস্থ ঝালাই করে নিয়েছেন। এর আগে অবশ্য শুক্রবার করোনা টেস্টের মাধ্যমে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়েছে পুরো দল। জেমকন খুলনার সব ক্রিকেটার করোনা নেগেটিভ।
জেমকন খুলনা দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, আল আমিন হোসেন, এনামুল হক, শামীম হোসেন, আরিফুল হক, শফিউল ইসলাম, শুভাগত হোম, শহিদুল ইসলাম, রিশাদ হোসেন, নাজমুল ইসলাম, জাকির হাসান, সালমান হোসেন, জহুরুল ইসলাম।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *