কমলাপুর আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদর পৌরসভার কমলাপুর আলিম মাদ্রাসার ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা মাঠে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়।
এর আগে বুধবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে পতাকা উত্তলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর পৌর মেয়র এ্যাড. আতিকুর রহমান মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি কবির আহমদ।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুকসুদপুর থানার ওসি মীর্জা আবুল কালামা আযাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, পৌর কাউন্সিলর সাইফুল আযম খবির, ম্যানেজিং কমিটির সদস্য সোহরাব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার প্রিন্সিপাল নজরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার শিক্ষক হায়দার হোসেন। ক্রীড়া পরিচালনা করেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সিরাজুল ইসলাম ও ক্রীড়া শিক্ষক চিন্ময় বিশ্বাস। দুই দিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ৪৩ ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।