কমরেড এ্যাড. ফিরোজ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি)’র সাবেক কেন্দ্রীয় সদস্য, খুলনা নগর কমিটির সাবেক সভাপতি, সাবেক ছাত্র ইউনিয়ন নেতা, প্রখ্যাত শ্রমিকনেতা, খুলনার উন্নয়ন আন্দোলনে অবিসংবাদিত নেতা কমরেড এ্যাডভোকেট ফিরোজ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের এদিনে তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি), খুলনা জেলা ও মহানগর কমিটি আজ (শনিবার) সন্ধ্যা ৬টায় দলীয় কার্যালয়ে প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনাসভার আয়োজন করেছে। দলের মহানগর সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার পার্টির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহŸান জানিয়েছেন।