কবি হিমেল বরকত’র অকাল মৃত্যু বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি : উপমন্ত্রী
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
কবি হিমেল বরকত’র অকাল মৃত্যু বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি। তাঁর লেখা কবিতা-গানে-প্রবন্ধে এবং গবেষণায় সুন্দরবন অঞ্চলের মানুষের জীবন-জীবিকা উঠে এসেছে। মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর প্রগতিশীল তরুণ প্রতিশ্রুতিশীল কবি হিমেল বরকত তাঁর সাহিত্যকর্মের মাধ্যমেই মানুষের মাঝে বেঁচে থাকবেন।
শুক্রবার বিকেলে মোংলার সেন্ট পল্স হলরুমে কবি, গবেষক, জাহঙ্গীরনগর বিশ্ব বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক রুদ্র অনুজ ড. হিমেল বরকত এঁর অকাল প্রয়াণে হিমেল বরকত নাগরিক শোকসভা কমিটি আয়োজিত নাগরিক শোকসভায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি এ কথা বলেন।
বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন নাগরিক শোকসভা কমিটির আহ্বায়ক মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার। শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওালাদার, উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হালদার, গণশিপী সংস্থার সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ তুষার গাইন, মোংলা প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, কবি মুশফিকুর রহমান টুকু, কবি জেম্স শরৎ কর্মকার, সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ কামরুজ্জামান জসিম, অধ্যপক শেখ নজরুল ইসলাম, কবি হিমেল বরকত এঁর বন্ধু জানে আলম বাবু প্রমুখ।
শোক সভায় স্বাগত বক্তব্য রাখেন নাগরিক শোকসভা কমিটির সদস্য সচিব সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মোঃ নূর আলম শেখ। শোক সভা পরিচালনা করেন মোংলা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস ও গীতিকার মোল্লা মামুন। নাগরিক শোক সভায় কবি হিমেল বরকত এঁর লেখা গান পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পী গোলাম মহম্মদ, মিজানুর রহমান বুলবুল, জীবনানন্দ অধিকারী, শেখ আব্দুল জব্বার, শ্রীবাস বাউল প্রমূখ। উল্ল্যেখ্য, কবি ড. হিমেল বরকত গত ২২ নভেম্বর হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ