কবি বিষ্ণুপদ সিংহের মৃত্যুতে শোক
খবর বিজ্ঞপ্তি
বিশিষ্ট সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি বিষ্ণুপদ সিংহ গত ৫ আগস্ট ’১৯ বিকেলে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮২ বছর বয়সে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। কবি বিষ্ণুপদ সিংহ খুলনার বিভিন্ন সংগঠনের সঙ্গে নিজে সংযুক্ত রেখেছিলেন।
কবি বিষ্ণুপদ সিংহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে এবং স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক বিবৃতি প্রদান করা হয়েছে। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, খুলনা’র পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন প্রফেসর সাধন ঘোষ, এ্যাড. মিনা মিজানুর রহমান, অধ্যাপিকা অশোকা দত্ত, ভারতী ঘোষ, ডাঃ আর কে নাথ, নন্দা দেবী, শাহীন আবেদীন, সাব্বির কাদির, জেসমিন জামান, নিরঞ্জন রায়, অশোক পোদ্দার, মনশ্রী অঞ্জলি রাণী পোদ্দার, মোঃ নওরোজ আলী।
বাংলাদেশ গণশিল্পী সংস্থা, খুলনা’র পক্ষ থেকে প্রফেসর অচিন্ত্য কুমার ভোমিক, অধ্যাপক আশিষ মÐল, গাজী নওশের আলী, অধ্যাপক গৌতম কুণ্ডুু, দীপক দত্ত, মোঃ সাগর, মোঃ আরাফাত, শিরিন আক্তার, শের আলী শেরওয়ান, মোঃ শেখ ইলিয়াস, নাজমুল আজম ডেভিট, সমীরন রাহা, অজয় দে।
শিল্পী আবিদ স্মৃতি পরিষদ-এর পক্ষ থেকে এ্যাড. ময়ীন উদ দীন আহমেদ, অধ্যাপক শংকর মল্লিক, কবি দুখু বাঙাল, অধ্যাপক মাধব রুদ্র, কামরুল ইসলাম বাবলু, এ্যাড. এম সাজ্জাদ আলী, শাহীন জামাল পন, এ্যাড. হিমাংশু চক্রবর্তী, মোঃ জাফর ইকবাল, সন্তোষ বাউল, তরুন মজুমদার, নিতাই বিশ্বাস,।
কবি সুফিয়া কামাল স্মৃতি পরিষদ, খুলনা’র পক্ষ থেকে অধ্যাপক জাফর ইমাম, অধ্যাপিকা রমা রহমান, সৈয়দ মনোয়ার আলী, অধ্যাপিকা নাসরিন হায়দার প্রমুখ।