কবি এস এম আব্দুর রহমানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান
খানজাহান আলী থানা প্রতিনিধি
কবি ও ব্যাংকার এস এম আব্দুর রহমানকে কবিতায় বিশেষ অবদানে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে। গতকাল খুলনা বিএমএ মিলনায়তনে বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি ও মেঠো বাংলা সাহিত্য সাংষ্কৃতিক সংস্থার আয়োজনে বিজয়ের মহানায়ক শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানে তাকে এ বিশেষ অবদানস্বরুপ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু সাহিত্য একাডেমির কেন্দ্রীয় সভাপতি আশোক ধর, ইটালীর সভাপতি আবুল কালাম আজাদ মিঠু, লন্ডল সহসভাপতি আল্লাহ আল মামুন। মকিদুল ইসলামের সভাপতিত্বে এবং আজগার হোসেনের পরিচালনায় অনুষ্টানে বক্তৃতা করেন সংগিতা বিশ্বাস, রাবেয়া আক্তার মুন্নি। উল্লেখ্য কবি আব্দুর রহমান এর আগে ২০১৮ সালে গাঙচিল সাহিত্য থেকে সম্মাননা ক্রেষ্ট এবং ২০১৯ সালে দুই বার গাঙচিল সাহিত্য সাংষ্কৃতি পরিষদের কবিতা প্রতিযোগিতায় সেরা কবির পুরষ্কার লাভ করেন।