কবরের নিচে আয়কর কর্মকর্তাদের অভিযান!
দক্ষিণাঞ্চল ডেস্ক
এবার কবরের নিচে আয়কর কর্মকর্তারা অভিযান চালিয়েছেন। তবে এ অভিযান সফলও হয়েছে। এ সময় কয়েকটি কবর থেকে হিসাববহির্ভূত নগদ ২৫ কোটি টাকা, ১২ কেজি ওজনের স্বর্ণ এবং ৬২৬ ক্যারেট হীরা উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভারতের একটি গণমাধ্যমে খবরটি প্রকাশ হয়।
ভারতের চেন্নাই ও কোয়মবত্তুরে ‘লোটাস গ্র“প’ ও ‘জিস্কোয়্যার’এর অফিসে এক সপ্তাহেরও বেশি অভিযান চালিয়ে কবর খুঁড়ে ওই গুপ্তধনের হদিস পেয়েছেন আয়কর কর্মকর্তারা। আয়কর কর্মকর্তারা জানান, স্বর্ণ রাখা হয়েছিল কয়েকটি কবরে। সেগুলো খুড়ে ওই কোম্পানির চেন্নাই ও কোয়মবত্তুরের ৭২টি জায়গায় একই সঙ্গে তলাশি চালানো হয়।
এদিকে এক আয়কর কর্মকর্তা জানান, তাদের অভিযানের খবর পুলিশের মাধ্যমে আগেই পেয়েছেন পোন্ডুরাই ও বালা। এ খবরে তারার একটি এসইউভি গাড়িতে টাকা, স্বর্ণ, হীরা নিয়ে পালিয়ে যান। পরে সেগুলো দূরে একটি জায়গায় গিয়ে মাটিতে পুঁতে রাখেন।