কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের এবার ১ শত ১১ জন এস. এস.সি পরীক্ষার্থীর বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় স্কুল ক্যাম্পাসে এই সংবর্ধনা দেয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আসাদুর রহমান পিয়ারুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব এরফান আলী মোড়ল।
বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ শহর আলী গাজী, অমিয় রঞ্জন দে, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, প্রভাষক মিজানুর রহমান, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সহঃ সাঃ সম্পাদক জি. এম. আসলাম হোসেন, সিটি প্রেসক্লাবের সাবেক সাঃ সম্পাদক পলাশ কর্মকার, দপ্তর সম্পাদক স ম নজরুল ইসলাম, এইচ. এম. আবুল কাশেম, মঈনুদ্দিন হাজরা, ছাত্র নেতা আজমল হোসেন বাবু, দশম শ্রেনীর শিক্ষার্থী তৃনা মন্ডল, বিদায়ী শিক্ষার্থী শতাব্দীকর, তাসিন আলভি প্রমূখ।