কপিলমুনির নোয়াকাটিতে মৎস্য আহরণে সচেতনতামূলক সভা
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনির পার্শ্ববর্তী নোয়াকাটি জেলে পল্লীতে মৎস্যজীবীদের মৎস্য আহরোণের নিষেধাজ্ঞা নিয়ে এক সচেতনতামূলক সভা গতকাল রবিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। হরিঢালী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শেখ বেনজির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন মৎস্য ফিল্ড অর্গানাইজার তাপস ব্যানার্জি। ইনামুল কবিরের পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কপিলমুনি প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এ কে আজাদ, পলাশ কুমার বিশ্বাস, বরুণ কুমার বিশ্বাস, সুশান্ত কুমার বিশ্বাস, গৌতম কুমার বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, অনিল বিশ্বাস, সাধন বিশ্বাস, সুচিত্রা বিশ্বাস প্রমুখ।
এ সময় দেশের সামুদ্রিক অর্থনীতি প্রবৃদ্ধি অর্জনে মাছের প্রজনন নিশ্চিত ও মৎস্যজীবীদের মৎস্য আহরণে সরকারী নিষেধাজ্ঞা (২০ শে মে হতে ২৩ এপ্রিল পর্যন্ত) সমূহ তুলে ধরা হয়। এবং এর বাস্তবায়নের উপর সকলের সহযোগীতা কামনা করা হয়। সভায় মৎস্যজীবীর অনেকে তাদের দুরাবস্থার কথা তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় মৎস্যজীবীদেরকে নিয়ে সরকারী ভাবনা ও তাদের জন্য বরাদ্ধের বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন মৎস্য কর্মকর্তাদ্বয়। পরে প্রকৃত মৎস্যজীবীদের জন্য সরকারের বরাদ্ধকৃত মৎস্যজীবী কার্ড বিতারণ করেন মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাশ।