কপিলমুনির নাছিরপুরে মাছের ডিপোতে চুরি
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনির নাছিরপুরের মাছের ডিপোতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা ও কাঁকড়া নিয়ে নির্বিঘেœ পালিয়ে গেছে। জানাযায়, কপিলমুনির নাছিরপুরে ঈদগাহ্ ময়দানের পাশে আনারুল ইসলাম ডাবলু’র মাছের ডিপোতে সোমবার দিবাগত রাতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা কৌশলে ডিপোর তালা খুলে ক্যাশ টেবিলের দ্রাজ ভেঙ্গে আনুঃ ১০ হাজার টাকা ও কসকেটসহ কাঁকড়া নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়। খবর পেয়ে কপিলমুনি ফাঁড়ী পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে ওই রাতে একই গ্রামের মোঃ নূর ইসলাম গাজীর মোটর ভ্যান চুরির ঘটনা ঘটেছে। একই রাতে দুটি চুরির ঘটনা এলাকায় আতংকের সৃষ্টি করেছে।