কপিলমুনিতে স্কুল ছাত্রীর আত্মহত্যা
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনিতে কীটনাশক পান করে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। এ ঘটনায় পাইকগাছা থানায় একটি ইউ ডি মামলা হয়েছে, যার নং ১। পুলিশ জানায়, কাজীমুছা গ্রামের মোমিন মালীর কন্যা নবম শ্রেনীর ছাত্রী মীম খাতুন (১৪) নিয়মিত স্কুলে না যাওয়ায় তার মা তাকে বকাবকি করে। এতে মায়ের প্রতি অভিমান করে গত ১৪ জানুয়ারী বিকালে ফসলে দেওয়ার জন্য বাড়ীতে রাখা কীটনাশক পান করে। পরে বাড়ীর লোকজন জানতে পেরে মূমুর্ষ অবস্থায় চিকিৎসার জন্য খুলনায় নিয়ে যাওয়ার পথে ঐদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। জানা যায়, মীম কিছুটা মানসিক রুগী ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।