December 23, 2024
আঞ্চলিক

কপিলমুনিতে সাংবাদিক গ্রেফতার ও মিথ্যা মামলার নিন্দা

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা সাংবাদিক জোটের যুগ্ম আহবায়ক ও দৈনিক প্রবাহের সাংবাদিক এস এম আঃ রহমানের নামে সালাম গাজী হত্যা মামলা দায়ের হওয়ায় তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলাটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদীত ও ভিত্তিহীন। সালাম গাজীর পরকীয়া প্রেমের কারণে আটককৃত আবুল হোসেন নিজেই ওই ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে।

এদিকে সিনিয়র সাংবাদিক আঃ রহমানের বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা মামলার দায়েরের তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারে দাবী জানিয়েছে পাইকগাছা সাংবাদিক। বিবৃতিদাতারা হলেন আহবায়ক প্রকাশ ঘোষ বিধান, যুগ্ম আহবায়ক যথাক্রমে শেখ মুহাঃ আব্দুস সালাম, শেখ আব্দুল গফুর, সদস্য সচিব পলাশ কর্মকার, সদস্য এইচ এম এ হাশেম, জি এম আসলাম হোসেন, জি এম এমদাদ, জি এম মোস্তাক আহম্মেদ, শেখ সেকেন্দার আলী, এ কে আজাদ, মোঃ রফিকুল ইসলাম খান, জি এম মোস্তাক আহম্মেদ, মিলন দাশ, মহানন্দ অধিকারী মিন্টু, স ম নজরুল ইসলাম, জগদীশ দে, আব্দুস সবুর আল-আমীন, এইচ এম জিয়াউর রহমান, দ্বীপ অধিকারী প্রমুখ।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *