কপিলমুনিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনিতে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার প্রায় সারাদিন এ পূজা অনুষ্ঠিত হয়। কপিলমুনি কলেজ, সহচরী বিদ্যা মন্দির, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাড়ম্বরে এ পূজা অনুষ্ঠিত হয়।
এছাড়া ব্যক্তি উদ্যোগে উত্তর সলুয়া কর্মকারপাড়া, নোয়াকাটী, নাছিরপুর, নাছিরপুর পোদ্দারপাড়া, কাশিমনগর মালোপাড়া, কাশিমনগর দাশপাড়া, মামুদকাটী, হরিদাশকাটী, হরিঢালী পোদ্দারপাড়া, দক্ষিণ সলুয়া, রামনাথপুর, গোয়াল বাথান, নাছিরপুর সাহাপাড়া পূজা মন্ডপে সাড়ম্বরে এ পূজা অনুষ্ঠিত হয়।