কপিলমুনিতে শিশু ধর্ষণের ঘটনায় মামলা : আটক ১
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনিতে ৩য় শ্রেণীর এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত শহিদুল মোড়ল (৪৫) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, গত ১৪ এপ্রিল দুপুরে। ধর্ষক শহিদুলের বাড়ি কপিলমুনির নাছিরপুর গ্রামে তারই বসত ঘরে ডেকে নিয়ে এ ঘটনা ঘটে। অসহায় ভিকটিম পরিবার থানায় গিয়ে ঘটনা বলার পর পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে সোমবার দুপুরে তার নিজ বাড়ি থেকে ধর্ষক শহিদুল কে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলা নং ১৫ তাং ১৫/০৪/১৯ ইং। ভিকটিম পরিবার ও এলাকাবাসী ধর্ষক শহিদুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।