কপিলমুনিতে মাদক সম্রাজ্ঞী গ্রেফতার
কপিলমুনি প্রতিনিধি ঃ
কপিলমুনির কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হাফিজা বেগম (৩৯) পুলিশের হাতে আটক হয়েছে। পাইকগাছা থানা পুলিশ কপিলমুনির নাছিরপুর নিকারীপাড়ার বাসা বাড়িতে অভিযান চালিয়ে ১০ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাজাঁসহ তাকে আটক করে।
পুলিশ জানায়, পাইকগাছা উপজেলা জুড়ে মাদকদ্রব্যের উপর বিশেষ অভিযানের অংশ হিসাবে মঙ্গলবার বিকালে নাছিরপুর নিকারী পাড়ার মজিদ বিশ্বাসের বাড়ীর ভাড়াটিয়া হাফিজা বেগমের বসবাসকৃত ঘরে অভিযান চালায় থানা পুলিশ। অভিযানকালে বাড়ির সকল স্থানে ব্যাপক তল্লাশী করে ১০ বোতল ফেন্সিডিল ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এসময় হাফিজার স্বামী আজারুল বিশ্বাস (৪২) পালিয়ে যায়। ঘটনায় পাইকগাছা থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। মামলা নং- ০৪, তারিখ-৩/০৯/২০১৯।