December 23, 2024
আঞ্চলিক

কপিলমুনিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনির শহরতলীর হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটি গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী হরিদাশকাটি মাঠে ওই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষ্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে হরিদাশকাটি স্পোটিং ক্লাব। সার্বিক সহযোগিতায় ছিল খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতাল।
দিনব্যাপী ওই মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন গাজী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ডা. আমিনা জান্নাত পিয়া, কার্ডিওলজি বিভাগের ডা. এম এম আব্দুস শামীম ও ফিজিওথেরাপিস্ট আবু হাসনাত প্রিন্স। ওই ক্যাম্পে মোট ৪২০ জন রোগীকে সেবা দেওয়া হয়।
ওই মেডিকেল ক্যাম্পে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হরিদাশকাটি স্পোটিং ক্লাবের সভাপতি শেখ শাহনুজ্জামান, সাধারণ সম্পাদক খান জাবেল হোসেন, ক্রীড়া সম্পাদক শেখ সাহান আবদুল্লাহ, ক্লাবের অন্যতম সদস্য আব্দুল হাই সিদ্দিকী, তপন কর, জাহাঙ্গীর হোসেন, খন্দকার লিটন, খন্দকার টিটন, শেখ মাহি, শেখ টুটুল, শেখ বোরহান, পল¬ব, দীপঙ্কার, জনি, তুহিন, মোক্তার, সিরাজুল ইসলাম, মনিরুজ্জামানসহ ক্লাবের সব সদস্যরা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *