April 21, 2025
আঞ্চলিক

কপিলমুনিতে পাইকগাছা সাংবাদিক জোটের ইফতার মাহফিল

 

কপিলমুনি প্রতিনিধি

কপিলমুনিতে পাইকগাছা সাংবাদিক জোটের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিলনায়তনে সাংবাদিক জোটের যুগ্ম আহবায়ক শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য পাইকগাছা পৌরসভার মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দার, অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, সাংবাদিক জোটের আহবায়ক প্রকাশ ঘোষ বিধান, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, কপিলমুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জি এম হেদায়েত আলী টুকু, সহঃ অধ্যাপক রেজাউল করিম, প্রভাষক জি এম মিজানুর রহমান, প্রধান শিক্ষক মোঃ নূরুজ্জামান, ইউপি সদস্য আঃ আজিজ বিশ্বাস।

স্বাগত বক্তব্য রাখেন জোটের সদস্য সচিব পলাশ কর্মকার। সিনিয়র সাংবাদিক জি এম আসলাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাংবাদিক এইচ এম এ হাশেম, এস এম আব্দুর রহমান, জি এম আসলাম হোসেন, জি এম এমদাদ, এ কে আজাদ, জগদীশ দে, স ম নজরুল ইসলাম, মহানন্দ অধিকারী মিন্টু, আব্দুস সবুর আল-আমীন, জিয়াউর রহমান, মজুমদার পলাশ, দ্বীপ অধিকারী প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুস সাত্তার।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *