কপিলমুনিতে গভীর রাতে বসত বাড়ীতে হামলা
কপিলমুনি প্রতিনিধি
খুলনার কপিলমুনিতে বসত বাড়ীতে হামলা চালিয়ে বসত ঘর ভাংচুর লুটপাট করেছে হামলাকারীরা। অভিযোগে প্রকাশ, বৃহস্পতিবার দিনগত রাত ১ টার দিকে কপিলমুনি সদরের কালীবাড়ী খেয়াঘাট সংলগ্ন শংকর বিশ্বাসের বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় নিত্য গোপাল বিশ্বাসের ছেলে শংকর বিশ্বাস খাস সম্পত্তিতে বসতী স্থাপন করে জীবন যাপন করে আসছিলেন। স্থানীয় রনজিত সাধু তার বাড়ী সংলগ্ন নদী ভরাটি ওই খাস জায়গা বেশ কিছুদিন ধরে নিজের বলে দাবী করে আসছিল। এর সূত্র ধরে ঘটনার দিন গভীর রাতে রণজিত তার লোকজন নিয়ে তার ঘর ভাংচুর সহ লুটপাট করে। এ ঘটনায় ওই পরিবারে সদস্যদের মাঝে আতংক বিরাজ করছে।’
এ বিষয়ে কপিলমুনি পুলিশ ফাঁড়ী ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় দাশ বলেন, ‘হামলার খবর পেয়ে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছিলাম, আমার যাওয়ার খবরে হামলাকারীরা পালিয়ে যায়।’