কপিলমুনিতে ইভটিজিং প্রতিরোধে সভা
কপিলমুনি প্রতিনিধি
কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ইভটিজিং প্রতিরোধে এক সভা অনুষ্ঠিত হয়েছে। কপিলমুনি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, প্রধান শিক্ষকা রহিমা আখতার সম্পা, উপজেলা আ’লীগ নেতা আনন্দ মোহন বিশ্বাস, পাইকগাছা সাংবাদিক জোটের সদস্য সচিব পলাশ কর্মকার, সদস্য মহানন্দ অধিকারী মিন্টু, ইউপি সদস্য আঃ আজিজ, দীপ অধিকারী প্রমূখ।
বক্তৃতায় ওসি বলেন, ‘ইভটিজিংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান অত্যান্ত কঠোর, কোন ছাত্রী ইভটিজিংয়ের শিকার হলে আমাকে ফোন দিবেন আমি তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’