January 15, 2025
আঞ্চলিক

কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন’র খুলনা প্রেসক্লাব পরিদর্শন

 

খবর বিজ্ঞপ্তি

বরেণ্য কথা সাহিত্যিক ও কালের কন্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন বুধবার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাব পরিদর্শন করেন। এ সময়ে তাকে খুলনা প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের সভাপতি এস এম হাবিব ও সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী।  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষাবিদ অসিত বরণ ঘোষ, খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যপক ড. মনিরুল ইসলাম, খুলনা প্রেস  ক্লাবের সাবেক সভাপতি মকবুল হোসেন মিন্টু, সদস্য গৌরাঙ্গ নন্দী, কৌশিক দে প্রমুখ।

বরেণ্য এই লেখক খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে স্থাপিত পোড়া মাটিতে উৎকীর্ণ ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত মুক্তিযুদ্ধের ধারাবাহিক ইতিহাস ‘স্বাধীনতার রক্ত সিঁড়ি’, সাত বীর শ্রেষ্টের ছবি ও সংক্ষিপ্ত ইতিহাস দিয়ে তৈরী পোট্রেয়েট দিয়ে সাজানো খুলনা প্রেস ক্লাবের ইসি মিটিং রুমসহ বিভিন্ন স্থাপনা ঘুরে ঘুরে দেখেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *