কচুয়ায় ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন
বাগেরহাট প্রতিনিধি
কচুয়ায় মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের লক্ষ্যে ও প্রতিভাবান জাতি গঠনে সকল ইউনিয়নের অংশ গ্রহনের মাধ্যমে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ২দিন ব্যাপী ১৬ দলীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা -২০১৯ এর ফাইনাল খেলা গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি তাসমিন ফারহানার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাক্ষ মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য সেখ মনিরুজ্জামান ঝুমুর। খেলা পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ মোস্তহিদুর রহমান মুক্ত, হাজরা আমিনুল ইসলাম, সেখ কামরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মীর আওসাফুর রহমান মারুফ, হাজরা জিয়াউল হক পল্লব, তানিয়া আক্তারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সকল ইউনিয়নের খেলোয়ার ও টিম ম্যানেজারবৃন্দ। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।