কঙ্গোয় ট্রেন লাইনচ্যুত, নিহত ৫০
দক্ষিণাঞ্চল ডেস্ক
কঙ্গোতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৫০ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ টাঙ্গানিকাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির ত্রান বিষয়ক মন্ত্রী স্টিভ এমবিকাই জানিয়েছেন। এমবিকাই জানান, স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে মাইবারিদি শহরে এ দুর্ঘটনা ঘটে।
এমবিকাইয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ট্রেন দুর্ঘটনায় আরো ২৩ জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ট্রেনের নিচে আটকেপড়া লোকদের উদ্ধার করতে সরকার জরুরি সেবাকর্মীদের পাঠিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিহতের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যেতে পারে। জাতীয় রেল কোম্পানি এসএনসিসির প্রধান ভিক্টর আম্বা জানিয়েছেন, মালবাহী ট্রেনটি এনইউনজু থেকে নিম্বা শহরের দিকে যাচ্ছিল। এর দুটি বগি লাইনচ্যুত হয়েছে।
তিনি বলেন, ‘নিহতরা সবাই বিনাভাড়ার যাত্রী ছিলো। এসএনসিসির পক্ষে সংখ্যা জানানো অসম্ভব। লাইনচ্যুত বগির নিচে অনেকে চাপা পড়ে আছেন বলে জানা গেছে।’