কক্সবাজারে মাইক্রোর সঙ্গে সংঘর্ষে অটোচালক নিহত
দক্ষিণাঞ্চল ডেস্ক
কক্সবাজারে পর্যটকদের মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন পাঁচজন। উপজেলার হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুল ইসলাম জানান, শনিবার বেলা ১টার দিকে উপজেলার হিমছড়ি এলাকায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি অটোরিকশার চালক বলে জানালেও পুলিশ তার পরিচয় বলতে পারেনি।
এসআই আতিকুল স্থানীয়দের বরাতে বলেন, কক্সবাজার শহরের দিক থেকে আসা পর্যটকদের একটি মাইক্রোবাস হিমছড়ি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রী আহত হন।
স্থানীয়রা তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অটোরিকশার চালককে মৃত ঘোষণা করেন বলে তিনি জানান।