December 22, 2024
জাতীয়

কক্সবাজারে বাস-ট্রাক সংঘর্ষে ২ চালক নিহত

দক্ষিণাঞ্চল ডেস্ক

কক্সবাজারের চকরিয়ায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দুই চালকের প্রাণ গেছে; এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়ার চারাবাগান এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বুধবার বেলা ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোর্শেদুল আলম চৌধুরী জানান।

নিহতরা হলেন- বাসের চালক ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চল-আয়েশা এলাকার মোহাম্মদ লিটন (৩৫) ও ট্রাকের চালক কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং এলাকার মোহাম্মদ জয়নাল (৪০)। আহতদের চকরিয়ার মালুমঘাটের মেমোরিয়াল ক্রিশ্চিয়ান হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি পুলিশ

এসআই মোর্শেদুল বলেন, চকরিয়ামুখী একটি ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি বাহনই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে এক চালক মারা যায়। আহতদের উদ্ধার করে চকরিয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও এক চালককে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে এবং নিহতদের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে বলে মোর্শেদুল জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *