কক্সবাজারে বন্দুকযুদ্ধে নিহত ২
দক্ষিণাঞ্চল ডেস্ক
কক্সবাজারের কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন; যারা মাদক বিক্রেতা বলে র্যাবের ভাষ্য। র্যাব-১৫ কক্সবাজারের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, বৃহস্পতিবার ভোরে শহরের ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন সমুদ্র সৈকতের ঝাউবন এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মাসুম (৩৫) কক্সবাজার শহরের পশ্চিম নতুন বাহারছড়া এলাকা আনু প্রধানের ছেলে। বাকি একজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি; র্যাব ধারণা করছে, তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তারা চিহ্নিত মাদক বিক্রেতা বলে র্যাবের দাবি।
র্যাব কর্মকর্তা আজিম বলেন, মাদক কারবারিরা ইয়াবার একটি চালান নিয়ে আসছে খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে চেকপোস্ট বসিয়ে তলাশি শুরু করে। এক পর্যায়ে ৪/৫ জন ব্যক্তিকে থামতে বলা হলে হলে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি করে। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
এক পর্যায়ে ঘটনাস্থলে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন। এছাড়া ঘটনাস্থল থেকে দশ হাজার ইয়াবা, একটি বন্দুক ও গুলি উদ্ধার করা হয়েছে বলে র্যাব জানায়।