নিহত ব্যক্তি নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে থাকতেন বলে পুলিশ জানালেও তার নাম-পরিচয় জানাতে পারেনি।
আহত শামসুল আলম ও মোহাম্মদ ফয়সালকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারাও একই ক্যাম্পে থাকেন বলে ওসি জানান।
তিনি বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।”
ঘটনাস্থল থেকে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।