January 10, 2025
জাতীয়

কক্সবাজারে অস্ত্রসহ তিন রোহিঙ্গা যুবক আটক

দক্ষিণাঞ্চল ডেস্ক

কক্সবাজারের টেকনাফ উপজেলা থেকে দেশীয় অস্ত্র ও খেলনা পিস্তলসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। গত মঙ্গলবার রাতে উপজেলার পশ্চিম লেদার শিয়াইল্যাঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- হ্নীলা নয়াপাড়া শরণার্থী শিবিরের আবদুর রহমানের ছেলে সোলতান রহমান (১৮), মোহাম্মদ আলমের ছেলে মো. আয়াছ (২০) ও মো. জোবাইরের ছেলে নুর কামাল (২০)। নয়াপাড়া বিজিবির বিওপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আবদুল কাদের জানান, স্থানীয়দের সহায়তায় অবৈধ অস্ত্রসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনই বিভিন্ন সন্ত্রাসী কর্মকাÐে জড়িত বলে জানা গেছে। থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সুবেদার আবদুল কাদের।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *