November 29, 2024
আঞ্চলিক

ওয়াসা কর্তৃক পানির মূল্য বৃদ্ধিতে জেলা ও নগর সিপিবি’র বিবৃতি

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনার জেলা ও মহানগর নেতৃবৃন্দ বলেছেন, হঠাৎ করে খুলনা ওয়াসা কর্তৃক পানির মূল্য বৃদ্ধি অযৌক্তিকই নয়, বরং অন্যায় ও প্রচলিত আইনের সুষ্পষ্ট লংঘন। পানি সরবরাহ ও পয়ঃনিস্কাষণ আইন-১৯৯৬ মোতাবেক সেবার মূল্য বৃদ্ধি করতে হলে কমপক্ষে ৩০ দিন আগে ভোক্তা বা সেবা গ্রহণকারীদের প্রকাশ্যে বিষয়টি জানাতে হবে। কিন্তু দুঃখজনকভাবে ভোক্তাদের অর্থে পরিচালিত সেবাদানকারী প্রতিষ্ঠান খুলনা ওয়াসা কোনো কিছু না ঘোষণা না দিয়েই সেবার মূল্য বৃদ্ধি করতে পারে না, যা রীতিমত অন্যায়। নেতৃবৃন্দ বর্ধিত পানির মূল্য প্রত্যাহারের দাবী জানিয়ে বলেন, অন্যথায় ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা সিপিবি’র সভাপতি ডাঃ মনোজ দাশ, সাধারণ সম্পাদক এড. এম এম রহুল আমিন, মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ, সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ বাবুল হাওলাদার, সদর থানা সভাপতি দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সোনাডাঙ্গা থানা সভাপতি নিতাই পাল, সাধারণ সম্পাদক রুস্তম আলী হাওলাদার, খালিশপুর থানা সভাপতি মিজানুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, দৌলতপুর থানা সভাপতি পূর্ণেন্দু দে বুবাই, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সরদার, খানজাহান আলী থানা সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *