ওয়ালটন-খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ ক্রিকেটের উদ্বোধন আজ
৪ দলে ভাগ হয়ে অংশ নিচ্ছেন সাংবাদিকরা
দ. প্রতিবেদক
খুলনায় সাংবাদিকদের অংশগ্রহণে ওয়ালটন-খুলনা প্রেসক্লাব মিডিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠছে আজ (শুক্রবার)। খুলনা জেলা স্টেডিয়ামে শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
খুলনার সাংবাদিকদের নিয়ে মোট ৪টি দল প্রতিযোগিতার অংশগ্রহণ করবে। সকালে উদ্বোধনী ম্যাচে রূপসা টাইগার্স মুখোমুখি হবে শিবসা ওয়ারিয়র্সের। একই দিন দুপুর ২টায় ভৈরব রাইডার্সের প্রতিপক্ষ মধুমতি চ্যালেঞ্জার্স। সিঙ্গেল লিগ পদ্ধতিতে খেলা শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দু’টি দল ফাইনালে উঠবে। আগামী ১০ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠেয় টুর্নামেন্টে ওয়ালটন ছাড়াও সহযোগিতা করছে বিআরবি কেবলস, বিশ্বাস প্রোপারটিজ, ম্যানগ্রোভ ইনস্টিটিউট, খুলনা এয়ার টুরস অ্যান্ড ট্রাভেলস, মৌরি এন্টারপ্রাইজ ও এক্সট্রিম গ্রুপ।
এদিকে ক্রিকেট প্রতিযোগিতা নিয়ে এরই মধ্যে খুলনার সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রতিটি দলই গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে টানা অনুশীলন করেছে। খুলনা প্রেসক্লাব ও স্থানীয় পত্রিকা অফিসগুলোতে খেলা নিয়ে উত্তেজনা বিরাজ করছে।
৪টি দলের মধ্যে রূপসা টাইগার্স’র টিম ওনার দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলাম, ভৈরব রাইডার্সের টিম ওনার দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন সম্পাদক এস এম সাহিদ হোসেন, মধুমতি চ্যালেঞ্জার্সের টিম ওনার দৈনিক পূর্বাঞ্চলের স্টাফ রিপোর্টার মো. সাঈয়েদুজ্জামান সম্রাট ও শিবসা ওয়ারিয়র্সের টিম ওনার দৈনিক সময়ের খবর সম্পাদক মো. তরিকুল ইসলাম।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ