December 27, 2024
আঞ্চলিক

ওয়ার্কার্স পার্টির ৩৬নং ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগরের সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে গত শুক্রবার সন্ধ্যা ৬টায় আটরা শিল্পাঞ্চল এলাকা ইষ্টার্ণ জুট মিলস মজদুর ইউনিয়ন মিলনায়তনে মহানগরের ওয়ার্কার্স পার্টির ৩৬নং ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। কমরেড সরদার আমিরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির মহানগর সমন্বয়ক ও জেলা সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড শেখ মফিদুল ইসলাম। সম্মেলনে সর্বসম্মতিক্রমে সরদার আমিরুল ইসলামকে সভাপতি ও আলাউদ্দিন মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট ওয়ার্কার্স পার্টির ৩৬নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

কমরেড আব্দুস সাত্তার মোল্লার সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তৃতা করেন কমঃ বাবুল আখতার, গোলাম ফারুখ, আলাউদ্দিন মিয়া, হাবিবুর রহমান রওশন, মোল্লা ইকবাল হোসেন, বাবুল রেজা, আব্দুল গনি মোল্যা, শেখ শামীম আহমেদ, আমজাদ হোসেন মোড়ল, মোজাহিদ হোসেন, বাবুল খাঁ, মুজিবর রহমান, খান ইলিয়াস হোসেন, আমির হামজা, গোলাম মোস্তফা, মোজাহিদুল ইসলাম, নূরুজ্জামান জুয়েল, ছাত্রনেতা নাইমুর রাকিব উজ্বল, এজাজ আহমেদ প্রমুখ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *