ওয়ার্কার্স পার্টি’র সাবেক নেতা গোলাম সরোয়ারের স্মরণ সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা জেলা কমিটির সাবেক সদস্য, কৃষকনেতা কমরেড গোলাম সরোয়ার বিশ্বাসের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে গত শুক্রবার বিকেল ৪টায় শহীদ আসাদ রফি গ্রন্থাগার চত্বরে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। শুরুতে প্রয়াত কমরেড সরোয়ারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
ওয়ার্কার্স পার্টির উপজেলা সভাপতি কমরেড সন্দীপন রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কমরেড আরিফুজ্জামান বাবলুর পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও খুলনা জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পার্টির মহানগর শাখার সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেনÑপার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড আনছার আলী মোল্যা, জেলা সদস্য কমরেড গাজী নওশের আলী, আঃ হামিদ মোড়ল, প্রভাষক গৌতম কুন্ডু, আঃ মজিদ মোল্যা, রেজোয়ান আলী খান প্রমুখ। বক্তারা প্রয়াত কমরেড গোলাম সরোয়ার বিশ্বাসের বর্ণাঢ্য সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সেই সাথে সামাজিক ন্যায্যতা, সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।