ওয়ার্কার্স পার্টি’র জেলা কমিটির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা কমিটির এক সভা গতকাল শনিবার বিকেল ৪টায় পার্টির নিজস্ব কার্যালয়ে জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য অসহনীয় পর্যায় থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে জনস্বার্থে সরকারিভাবে মনিটরিং সেল গঠনের মাধ্যমে বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণের জোর দাবি করা হয়।
পাটকল শ্রমিকদের অবিলম্বে ১১ দফা দাবি মেনে নেয়ার জোর আহŸান জানানো হয়। সভায় সিটি কর্পোরেশন কর্তৃক অযৌক্তিকভাবে ফুলতলা হতে সুপেয় পানি উত্তোলন করে আনার বিরুদ্ধে জনগণের আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। এই সভায় পার্টির শৃঙ্খলা বিরোধী কাজে লিপ্ত থাকায় জেলা কমিটির সদস্য গাজী নওশের আলীকে সর্বসম্মতিক্রমে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তব্য রাখেনÑজেলা সাধারণ সম্পাদক কমরেড আনসার আলী মোল্লা, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, কমরেড গৌরাঙ্গ প্রসাদ রায়, কমরেড আব্দুল হামিদ মোড়ল প্রমুখ।