ওয়ার্কার্স পার্টির জেলা ও মহানগর কমিটির প্রস্তুতি সভা
খবর বিজ্ঞপ্তি
২ থেকে ৫ নভেম্বর ২০১৯ ঢাকায় অনুষ্ঠিতব্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ১০ম কংগ্রেসে যোগদানের লক্ষ্যে পার্টির খুলনা জেলা ও মহানগর কমিটির এক প্রস্তুতি সভা গতকাল বিকেল ৫টায় পার্টির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
পার্টির মহানগর সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তৃতা করেনÑপার্টির জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল-ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড মোঃ খলিলুর রহমান, কমরেড আব্দুস সাত্তার মোল্লা, কমরেড নারায়ণ সাহা, নির্বাহী সদস্য কমরেড মনিরুজ্জামান, কমরেড আমিরুল ইসলাম, কমরেড আরিফুর রহমান বিপ্লব, কমরেড এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, কমরেড হাফিজুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।