ওয়ার্কার্স পার্টি’র উদ্যোগে ডুমুরিয়ায় কর্মী সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা কমিটির উদ্যোগে জেলা পার্টির কর্মসূচির আওতায় ডুমুরিয়া উপজেলার এক কর্র্মি সমাবেশ মধুগ্রাম ডাকবাংলা মিলনায়তনে জেলা সভাপতি কমরেড এড. মিনা মিজানুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংগীতের মাধ্যমে গতকাল বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড প্রফেসর ড. সুশান্ত দাস। কমরেড প্রভাষক রেজোয়ান হোসেন রাজার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড আনছার আলী মোল্লা, কমরেড আব্দুল হামিদ মোড়ল, কমরেড প্রভাষক গৌতম কুমার কুণ্ডু, কমরেড প্রভাষক জাহাঙ্গীর আলম, যুবমৈত্রীর জেলা সাধারণ সম্পাদক এড. কামরুল হোসেন জোয়ার্দ্দার, তরুণ কান্তি বিশ্বাস, জেলা নেতা কমরেড জি এম হারুনুর রশীদ, কমরেড শহীদুল ইসলাম, কমরেড আনোয়ার হোসেন, কমরেড আব্দুল মান্নান, কমরেড দেবদাস মণ্ডল, কমরেড রেজাউল ইসলাম রেজা, কমরেড মধুসূদন বিশ্বাস প্রমুখ।