ওসি মারুফ আহম্মেদকে পুনর্বহালের দাবিতে কলারোয়ায় মানববন্ধন
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
কলারোয়া থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মেদ কে পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন করেছে সর্বস্থতরের জনতা।
বুধবার সকালে কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে যশোর-সাতক্ষীরা মহাসড়কে দুই ধারে হাজার হাজার জনতা ও সুধিজন মানববন্ধনে অংশগ্রহণ করে।
পরে সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, অস্ট্রোলিয়ান প্রবাসী ও সিডনি আ.লীগের সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন লাল্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, কলারোয়া রিপোর্টাস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আ.লীগের সদস্য সরদার আনছার আলী, হেলাতলা ইউনিয়ন আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিজুল ইসলাম, সাবেক সভাপতি আব্দুল মাজেদ বিশ্বাস, উপজেলা যুবলীগের সভাপতি শেখ মাসুমুজ্জামান মাসুম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, সাধারণ সম্পাদক রেজুনুজ্জামান লিঠু, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ ওরফে জামাই সিরাজ, উপজেলা মহিলা আ.লীগের যুগ্ম আহবায়ক মনোয়ারা বেগম শিউলী, সদস্য রহিমা বেগম কাজল, মনোয়ারা বেগম, জাহানারা বেগম, মর্জিনা খাতুন, নাছিমা খাতুন, সন্ধ্যা রাণী বর্মণ, রেহেনা বেগম, বিশাখা তপন সাহা, নাইচ আরা খাতুন, তফুরা বেগম, নাছরিন বেগম, মাছুরা ইয়াসমিন হীরা, মনোয়ারা বেগম, নার্গিস বেগম, ফেরদৌসী বেগম, শীলা রানী হালদার, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার ঘোষ, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শফিউল আলম শফি, শ্রমিক ইউনিয়নের নেতা মজনুর রহমান মজনু, ইউপি সদস্য নজরুল ইসলাম, যুবলীগ নেতা সুলতান, আলমগীর, সেলিম, সাগর, বাবু, নাজমুল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক নয়ন হোসেন সহ উপজেলা আ.লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও সূধিজন। এ
কই ভাবে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে বক্তব্য দেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, পৌর আ’লীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আজিজুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগনেতা বাবু ভুট্টো লাল গাইন, অধ্যাপক এমএ কালাম, ভিপি মোরশেদ আলী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম মিঠু, কেঁড়াগাছি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন, ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিল খান জর্জ, সাবেক পৌর ছাত্রলীগের সভাপতি সরদার ইমরান হোসেন, উপজেলা হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনসহ হাজার হাজার নেতাকর্মী ও সূধিজন উপস্থিত ছিলেন।
সমাবেশে হাজার হাজার জনতা গণ স্বাক্ষর করে থানার ওসি শেখ মারুফ আহম্মেদ কে কলারোয়া থানায় পুর্নবহাল করার দাবী জানান।