ওসির নেতৃত্বে গণধর্ষণের সুষ্ঠু তদন্ত ও দায়ীদের শাস্তির দাবীতে মানববন্ধন
খবর বিজ্ঞপ্তি
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে নাগরিক সংগঠন জনউদ্যোগ, খুলনা আয়োজনে রেলওয়ে পুলিশের (জিআরপি) থানার ওসি মো: ওসমান গনি পাঠানসহ ৫ পুলিশের বিরুদ্ধে এক নারীকে গণধর্ষণের অভিযোগের সুষ্ঠ তদন্ত ও দায়ীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, রেলওয়ে পুলিশ রেলের যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থার পরিবর্তে একজন নারীকে থানায় আটকে রেখে ওসিসহ ৫ পুলিশ ধর্ষন করেছে এর চেয়ে আর জঘন্য কোন কাজ হতে পারে না। তাই ঘটনার সুষ্ঠ তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। তদন্তের সুবিধার্থে অভিযুক্তদের স্বপদ থেকে সরিয়ে দিতে হবে। কোনভাবে যেন আসামীরা এই অভিযোগটি ভিন্নখাতে প্রবাহিত করতে না পারে সেদিকে নজর রাখতে হবে।
জনউদ্যোগ, খুলনার নেতা ও বিএমএ’র সভাপতি ডা: শেখ বাহারুল আলমের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ নেতা মো: খালিদ হোসেন, সিপিবির মহানগর কমিটির সভাপতি এইচএম শাহাদাৎ, নারী নেত্রী এ্যাড. শামীমা সুলতানা শিলু, নারী নেত্রী সিলভী হারুণ, মানবাধিকার কর্মী এ্যাডঃ মোমিনুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সম্পাদকমন্ডলীর সদস্য কমরেড মফিদুল ইসলাম, সিপিবির জেলা কমিটির নেতা মিজানুর রহমান বাবু, ন্যাপ নেতা তপন রায়, টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার ফিরোজ উদ্দিন, সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বাবলু, মোঃ আসাদুজ্জামান রিয়াজ, মোঃ আশরাফুল আলম, ইয়েস দলনেতা মাহমুদুল ইসলাম, সোনালী প্রতিবন্ধীর ইসরাত আরা হিরা, আলহাজ্ব মহিউদ্দিন আহমেদ, শেখ আব্দুল হালিম, আইনুল হক, শাহ মামুনুর রহমান তুহিন, ব্যবসায়ী আব্দুস সালাম ঢালী, আগুয়াণ ৭১ এর সভাপতি আব্দুল্লাহ চৌধুরী, নান্দিক একাডেমীর জেসমিন আরা, শেখ হেদায়েত হোসেন, রেজাউল আলম চৌধুরী বিপ্লব, কৃষ্ণা দাস, কণিকা বিশ্বাসসহ বিভিন্ন স্বেচ্ছসেবী ও নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ।