আবিরের এ বছর ওয়ারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
ওয়ারী বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার নুরুল আমিন বলেন, সোমবার ওয়ারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল।
“দুপুর ১২টার দিকে আবির অনুষ্ঠান থেকে ফেরার পথে ওয়াসার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়।
ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এদিকে আবিরের মৃত্যুর খবরে ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসে বিক্ষোভ শুরু করে।
পুলিশ কর্মকর্তা নূরুল আমিন বলেন, শিক্ষার্থীরা রাস্তার এক পাশে বিক্ষোভ দেখানোয় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ওয়াসার গাড়ির চালককে আটক করা হয়েছে বলে জানান নূরুল আমিন।