January 21, 2025
আন্তর্জাতিক

ওমান সুলতান কাবুসের ইন্তেকাল

ওমান সুলতান কাবুস ইন্তেকাল করেছেন। এসময় তার বয়স হয়েছিল ৭৯ বছর। আধুনিক আরব বিশ্বে তিনি দীর্ঘদিন রাজত্ব করেন। শনিবার রাজকীয় আদালত একথা জানায়। খবর এএফপি’র।
রাজকীয় আদালতের এক বিবৃতিতে বলা হয়, ‘গভীর দু:খের সাথে জানানো হচ্ছে যে মহামান্য সুলতান কাবুস বিন সাঈদ ইন্তেকাল করায় রাজকীয় আদালত শোকাহত। তিনি গত শুক্রবার ইন্তেকাল করেন।’
কাবুস কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। তিনি কোলন ক্যান্সারে ভুগছিলেন বলে মনে করা হয়। ১৯৭০ সাল থেকে তিনি রাজত্ব করেন। ওই সময় এক প্রাসাদ অভ্যুত্থানে তিনি তার পিতাকে পদচ্যুত করেন।
কাবুসের কোন উত্তরাধিকারী নেই। তিনি ছিলেন অবিবাহিত। তার কোন সন্তান বা ভাই নেই।
ফলে এটা স্পষ্ট না যে কে কাবুসের উত্তরাধিকারী হবেন। তাদের দেশের পরবর্তী শাসক নির্বাচনের একটি স্বতন্ত্র পদ্ধতি রয়েছে।
ওমানের সংবিধান অনুযায়ী, সিংহাসন শূন্য হওয়ার তিন দিনের মধ্যে রাজপরিবার উত্তরাধিকারী নির্ধারণ করে থাকে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *