January 23, 2025
জাতীয়

ওমানের সুলতানের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক বাংলাদেশে

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে আজ দিনব্যাপী রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সরওয়ার-ই-আলম আজ সন্ধ্যায় বাসসকে বলেন, ‘কাল সোমবার সব সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ওমানি সুলতানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।’
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ইতোমধ্যে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে কাল জাতীয় পতাকা অর্ধনমিত রাখার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।
আরব বিশ্বের সবচেয়ে বেশি সময়ের শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ গত ১০ জানুয়ারি শুক্রবার ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *