ওবায়দুল কাদেরের সাথে জেলা আ’লীগের সাধারণ সম্পাদকের মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
গতকাল বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি’র সাথে টুঙ্গিপাড়ায় মতবিনিময় করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী। উপজেলা পরিষদ মিলনায়তনে এসময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের সাথে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্রদ্বয় শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মীর্জা আজম এমপি, এস.এম. কামাল হোসেন। নেতৃবৃন্দ খুলনা জেলা আওয়ামী লীগের কমিটি পূর্ণাঙ্গ করার বিষয়ে খোঁজখবর নেন এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে বলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা’র ইচ্ছার প্রতিফলন ঘটায়ে কমিটি গঠন করতে হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর সঙ্গেঁ ছিলেন সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব জোবায়ের আহমেদ খান জবা, রেজাউল ইসলাম রেজা ও অমর অধিকারী, ছাত্রলীগ নেতা খায়রুল বাশার, নীলমনি, হিরণ শিকদার, মামুন শেখ প্রমুখ। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ আমন্ত্রণে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী টুঙ্গিপাড়ায় যান।