ওজোপাডিকো’র প্রি-পেইড মিটারের বিদ্যমান দুর্নীতিতে ক্ষোভ ও নিন্দা
খুলনা উন্নয়ন পরিষদের নির্বাহী কমিটির সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা উন্নয়ন পরিষদ (কেডিসি) এর নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাত ৮টায় নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক। সভা পরিচালনা করেন সংগঠনের মহাসচিব ইসরাত আরা হিরা।
সভায় ওজোপাডিকোর সরবরাহকৃত বিদ্যুতের প্রিপেইড মিটারে নিম্নমানের মিটার স্থাপন, অতিরিক্ত চার্জ আদায় ও গ্রাহক হয়রানিসহ অনিয়ম-দুর্নীতির প্রতিবাদসহ তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। একই সাথে প্রি-পেইড মিটারে বিদ্যমান দুর্নীতি প্রতিরোধে সংগ্রাম কমিটির সকল কর্মকাণ্ডে সংহতি প্রকাশ করা হয়। সভায় চলতি বর্ষা মৌসুমে বৃক্ষরোপন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া আইটি খাতে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আরও বক্তৃতা করেন আজিজুল হাসান দুলু, অধ্যক্ষ মির্জা নুরুজ্জামান, মো: নজরুল ইসলাম, প্রফেসর তাসরিনা বেগম, ইঞ্জিঃ মিজানুর রহমান, শফিকুল আলম বিল্পব, আব্দুস সালাম শিমুল, সাইফুর রহমান সুজন, জি এম শহিদুল ইসলাম, এস এম মিশকাতুল ইসলাম, সাংবাদিক জয়নাল ফরাজী, ডা: বাপ্পি দাস, মো: সাবির খান, কনিকা চৌধুরী ফারহানা, এস এম বাহালুল আলম, রফিকুল ইসলাম, অধ্যক্ষ সাজেদা ইসলাম, শিরিনা পারভীন, মো: লিটন মীর, কাজী আইনুল মুন, কাজী তাসকিন শরিফ, নাজমুল হোসাইন, ইয়াফেজ ইসতিহাদ দীপ, মো: হাসিবুর রহমান ইমন, মো: মাসুদ রানা।