ওজোপাডিকো’র পক্ষ হতে দরিদ্র ও দিনমজুরদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দ. প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সমগ্র দেশে করোনা ভাইরাস-২০২০ এর কারণে যে সকল কর্মজীবি মানুষ জীবিকা না থাকায় কষ্টে রয়েছে যেমন ভিক্ষুক, ভবঘুরে, দিন মজুর, রিক্সা চালক, ভ্যান গাড়ী চালক, পরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরীওয়ালা, চায়ের দোকানদার যারা দৈনিক আয়ে সংসার চালায় তাদের মাঝে ওজোপাডিকো’র সদর দপ্তর হতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাউল, ডাউল, আলু, পিঁয়াজ, লবন, ডেটল সাবান ও তেল।
উক্ত খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক, ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন, জেলা প্রশাসক, খুলনা মোহাম্মদ হেলাল হোসেন, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মামুন রেজা, ওজোপাডিকো’র নির্বাহী পরিচালক (অর্থ) রতন কুমার দেবনাথ এফসিএমএ, নির্বাহী পরিচালক (প্রকৌশল) মোঃ আবু হাসান, প্রধান প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমানসহ ওজোপাডিকো’র উর্দ্ধতন কর্মকর্তবৃন্দ।
ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ শফিক উদ্দিন বিতরণ পর্বে করোনার কারণে সাধারণ ছুটিকালীন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার জন্য বিশেষ ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে কর্মকর্তাদের রোস্টার ডিউটি চালু করা, প্রি-পেইড মিটারের ভেন্ডিং সহজলভ্য করার জন্য ০৪(চার) টি মোবাইল ভেন্ডিং স্থাপন এবং বিশেষ সংরক্ষণ টিম গঠন করার বিষয়ে সাংবাদিকগণকে অবহিত করেন।